দেশের বাজারে আবারও বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সয়াবিন তেল ও চিনির দাম।
আজ থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী সয়াবিনের দাম প্রতি লিটারে ১২ টাকা বেড়ে মূল্য দাঁড়িয়েছে ১৯০ টাকায়। একই সঙ্গে কেজিতে চিনির দাম ১২ টাকা বাড়িয়ে ১০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ৬ অক্টোবর চিনির দাম ৬ টাকা বাড়িয়েছিল সরকার। যদিও সে সময় পাম তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা কমানো হয়েছিল। দাম কমার মাত্র এক মাসের মাথায় বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা করে বাড়ানোর প্রস্তাব করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। গত ২ নভেম্বর প্রস্তাবটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠায় তারা। আর এর মাত্র ১৫ দিনের মাথায় দাম বাড়ানোর এ সিদ্ধান্ত এলো।