রাজধানীর অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার সাত বছর আজ। ২০১৬ সালের ১ জুলাই ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় নিহত হন পুলিশ ও বিদেশি নাগরিকসহ ২২ জন।
দেশি-বিদেশি নাগরিকের পদচারণায় সবসময় মুখর থাকতো হলি আর্টিজান বেকারি। ২০১৬ সালের ১ জুলাই অন্যান্য দিনের মতো ব্যস্ত হয়ে পড়ে লেকের পাড়ের মনোরম পরিবেশের বেকারিটি। তবে সন্ধ্যা গড়াতেই হলি আর্টিজানের আড্ডাস্থল পরিণত হয় মৃত্যুপুরীতে। কিছু বুঝে ওঠার আগেই সেখানে চালানো হয় ইতিহাসের জঘন্যতম জঙ্গি হামলা।
ভয়াবহ এ হামলায় নৃশংস হত্যাযজ্ঞ এবং প্রায় ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস জিম্মি সংকটের ঘটনা স্তম্ভিত করেছিল পুরো জাতিকে। ওইদিন রাত ৮টার পর এ জঙ্গি হামলায় ২ পুলিশ কর্মকর্তা ও ১৭ বিদেশি নাগরিকসহ নিহত হন ২২ জন।