প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোট নিয়ে মানুষের মধ্যে অনাস্থা কেটে যাক। তিনি ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
রবিবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান। বলেন ভোট দিয়ে ভালো লাগছে। এসময় তিনি ভোটের স্বচ্ছতা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান
চলমান সহিংসতার কারণে ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা করছেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এগুলো নিয়ে কোনো চিন্তা করছি না। আমার কাজটা ভোট আয়োজন করা।