ফেসবুকে পণ্যের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাকে ছিনতাই, ফেসবুকে কম দামে ক্যামেরার বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয় ঢাকার তরুণ কাইফ ইসলাম মিতুল। তাই বাছবিচার না করেই ১৯ বছর বয়সী সেই তরুণ রওনা হয় নাটোরে পথে। পরে শিকার হয় ছিনতাইয়ের। গলায় চাপাতি ঠেকিয়ে ২১ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয় আরও দুই তরুণ। পরে অভিযোগ পেয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় কিছু টাকা।
গ্রেপ্তররা হলো- নাটোরের উত্তর বড়গাছা এলাকার মো. লাম শেখ (২০) এবং মো. শৈবাল (২০)।বুধবার পুলিশ সুপারের অফিসে সংবাদ ব্রিফিংয়ে এ ঘটনার বিস্তারিত জানান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
তিনি জানান, ঢাকা থেকে কাইফ নাটোরে এলে তাকে শহরের তেবাড়িয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ফেসবুকে পণ্যের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাকে ছিনতাই, পরে ভুক্তভোগী নাটোর থানায় অভিযোগ দিলে পুলিশের এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই রাতেই টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার জানান, আটকের পর জানা যায় বিজ্ঞাপনদাতারা আসলে পেশাদার ছিনতাইকারী। তারা মাদক কারবার, ছিনতাই, মারামারি মামলার আসামি।
আড়ও পড়ুন: ৩০০ ফিটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
তাদের কাছে নগদ ৯ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন এবং একটি চায়না চাপাতি উদ্ধার করা হয়েছে।