সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় দেশের সর্ববৃহৎ পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে। হল প্রশাসন এবং বিভিন্ন বিভাগ ইনস্টিটিউটের মোট ৭৪টি মণ্ডপে এবার পূজা পালন হচ্ছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) জগন্নাথ হল প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, পূজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারও পুণ্যার্থী এসে জড়ো হয়েছেন। বেশ উৎসবমুখর পরিবেশে আয়োজিত হতে যাচ্ছে এবারের সরস্বতী পূজা।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, জগন্নাথ হলের মাঠের চারপাশে পূজামণ্ডপ বসিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউট। মোট ৭৪টি মণ্ডপ তৈরি করা হয়েছে জগন্নাথ হলের মাঠে। মণ্ডপগুলো সাজানো হয়েছে প্রতিটি বিভাগের নিজস্ব সৃজনশীল কারুকাজের সাজে।
এছাড়াও জগন্নাথ হলের উপাসনালয় মাঠ সংলগ্ন পুকুরে স্থাপন করা হয়েছে সবচেয়ে বড় প্রতিমা। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের বানানো এই প্রতিমা প্রতি বছর পুণ্যার্থীদের নজর কাড়ে। বাঁশ-বেতের বিভিন্ন অংশজুড়ে দিয়ে প্রতিমা বানানো হলেও সৃজনশীল সাজসজ্জার কমতি নেই। তাছাড়া হলের অভ্যন্তরে দর্শনার্থী শিশু-কিশোরদের চিত্তবিনোদন উপযোগী বেশ কিছু রাইড, খেলনা ও খাবার দোকানের ব্যবস্থাও রাখা হয়েছে। আগত পুণ্যার্থীদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী নিয়োজিত আছেন মণ্ডপে।
সব মণ্ডপে পূজা শুরু হয় সকাল ৯টা থেকে। এরপর বেলা ১১টায় শুরু হয় অঞ্জলি দেওয়া। এরআগে গতকাল প্রতিমা স্থাপন করে হল প্রশাসন ও শিক্ষার্থীরা।
জগন্নাথ হল ছাড়াও মেয়েদের পাঁচটি হলেও আয়োজন করা হয়েছে সরস্বতী পূজার। এদিকে সাধারণ শিক্ষার্থীদের জন্য কিছু সময়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মেয়েদের হলের গেট।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ও পূজা উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক দেবাশীষ পাল বলেন, এ বছর জগন্নাথ হলের পক্ষ থেকে একটি, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউশনের পক্ষ থেকে ৭২টি এবং জগন্নাথ হলের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে একটি মণ্ডপ বসানো হয়েছে। মোট ৭৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে এবার। মণ্ডপের স্থান নির্ধারণ করা হয়েছে প্রত্যেক বিভাগ-ইনস্টিটিউটের পূজা কমিটির উপস্থিতিতে লটারির মাধ্যমে। পূজার সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানে হল প্রশাসনের মোট ১১টি উপকমিটি কাজ করছে।