তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে মহাখালী রেলক্রসিং অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির আন্দোনরত শিক্ষার্থীরা। এতে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা মহাখালী রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস নামে একটি ট্রেন আটকা পড়ে।
এর আগে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিতুমীর কলেজের সামনের মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে এ সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকাল ৩টার দিকে কলেজের সামনে থেকে আন্দোলনরত একদল শিক্ষার্থী একটি মিছিল নিয়ে মহাখালী আমতলী হয়ে রেলক্রসিং এলাকা এসে রেলপথ বন্ধ করে দেন।