কোনো কিছুই এখন আর অন্তরালে রাখার উপায় নেই এবং এ স্বচ্ছ্তা, জবাবদিহিতা গণতন্ত্রকে শক্তিশালী ও কার্যকর করে বলে মন্তব্য করেছেন স্পীকার শিরীন শারমিন চৌধুরী।
সোমবার দুপুরে সংসদ মিডিয়া সেন্টারে একটি অনলাইন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্পিকার বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে মিডিয়াকে শক্তিশালী করতে হবে। কারণ সমস্ত তথ্য মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়াই গণমাধ্যমের কাজ। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, ঢাকা রিপোর্টারস্ ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি