জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি প্রায় ১ লাখ ২৫ হাজার ২৩ কোটি টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন প্রায় ৩০ হাজার ৪৬৬ কোটি ২ লাখ টাকা। সংস্থার নিজস্ব ৫১৫ কোটি ৮৪ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা বাবদ ৬৯ হাজার ৪৩ কোটি ৩৭ লাখ টাকা।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি মিলানায়তনে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ সব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় আরো উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি