বড় বড় নেতাদের পিছনে ঘুরাঘুরি করা ছাত্রনেতাদের কাজ নয় বলে মন্তব্য করেছেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ (শনিবার) সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম সংলগ্ন মাঠে স্কুল শিক্ষার্থীদের বাস সার্ভিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীরা কি চায় সে জিনিসটা জানতে হবে। গঠনমূলক রাজনীতি করলে অবশ্যই ছাত্ররাজনীতির প্রতি আস্থা আসবে এবং ছাত্ররাজনীতি সার্থক হবে।
অনুষ্ঠানে, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী স্কুল শিক্ষার্থীদের জন্য ১০টি বাস উপহার দিয়েছেন। তবে এসব বাস রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব শিক্ষার্থীদের নিজের।
চট্টগ্রাম নগরের সরকারি-বেসরকারি সব স্কুল শিক্ষার্থী নামমাত্র মূল্যে পরিচয়পত্র দেখিয়ে এসব বাসে চলাচল করতে পারবে। এছাড়া বাসগুলোর সব কার্যক্রম সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি