‘ভিশন ২০৩০’ কে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ বিমান কেনার স্বপ্ন দেখছে বলে জানিয়েছেন, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
আজ (সোমবার) দুপুরে, লালমনিরহাট আর্মি এভিয়েশন স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপ বেশ এগিয়েছে। বর্তমানে ওয়ান সেভেন ওয়ান হেলিকপ্টার ব্যবহার করছে সেনাবাহিনী। আগামী বছর আরও ৬টি হেলিকপ্টার সংযোজন করা হবে।
এর আগে সকালে একটি বিশেষ হেলিকপ্টারে ঢাকা থেকে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন সেনাপ্রধান। এসময়, কয়েকটি বিমানে সেনাপ্রধানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর আর্মি এভিয়েশন স্কুল, মিল্কিং পার্লার উদ্বোধন করে সেনাবাহিনী পরিচালিত লালমনিরহাটের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি