রাজধানীর সেগুনবাগিচার বারডেম মহিলা ও শিশু হাসপাতালের (বারডেম জেনারেল হাসপাতাল ২) আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পেলে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনা স্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
হাসপাতালটির চার তলায় এসির পাশে জমে থাকা আবর্জনায় এই আগুন লাগে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি