সুপ্রিমকোর্টের ভার্চুয়াল কোর্টের কোনো মামলা শুনানি করে পরে আর অন্য কোর্টে নিতে পারবে না মর্মে আদেশ দিয়েছেন হাইকোর্টের একটি ভার্চুয়াল বেঞ্চ।
আজ (বৃহস্পতিবার) সকালে, বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইনের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। সুপ্রিমকোট আইনজীবী সমিতিকে এ আদেশ বাস্তবায়ন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
একই সাথে আইনজীবীদের জ্ঞাতার্থে একটি প্রজ্ঞাপনও জারি করতে বলা হয়েছে। অভিযোগ রয়েছে, অনেক আইনজীবী ভার্চুয়াল আদালতে মামলা শুনানি করে তথ্য গোপন করে অন্য আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে আইনজীবীরা যাতে তথ্য গোপন করে মামলা করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
গত ১১ই মে থেকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল আদালত চালু করে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি