আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সভায় এসব কথা জানান শিক্ষামন্ত্রী।
তিনি জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির বিষয়ে আজ সন্ধ্যায় সাত কলেজের অধ্যক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসবো আমরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠক করে পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে আজ দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের চলমান পরীক্ষা পেছানো এবং ক্যাম্পাস ও হল খুলে দেয়ার দাবিতে রাজধানীর ব্যস্ততম নীলক্ষেত মোড় থেকে সাইন্সল্যাব পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।