করোনায় চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সবোর্চ্চ ১৪ রোগীর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৭০৯ জনের নমুনায় ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৩৪ দশমিক ০৫ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল শনিবার, এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিক্যাল কলেজসহ নয়টি ল্যাবে চট্টগ্রামের ২ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষায় নতুন ৭০৯ জন করোনা পজেটিভ হয়। আক্রান্তের মধ্যে শহরের বাসিন্দা ৪১৬ জন ও চৌদ্দ উপজেলার ২৯৩ জন।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৬৫ হাজার ৮ জন। সংক্রমিতদের মধ্যে ৫০ হাজার ১৩৪ জন শহরের ও ১৪ হাজার ৮৭৪ জন গ্রামের বাসিন্দা।
গতকাল করোনায় শহরের ৭ জন ও গ্রামের ৭ জন মারা যান। ফলে জেলায় মোট মৃতের সংখ্যা এখন ৭৭১ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ১৫১ জন। এতে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৫০ হাজার ৯৫০ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ৯৫৫ জন ও ঘরে থেকে চিকিৎসায় সুস্থ হন ৪৩ হাজার ৯৯৫ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হন ১৯২ জন এবং ছাড়পত্র নেন ১৮০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৬৯২ জন।