চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘন্টায় করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ আক্রান্ত রোগীর সংখ্যা এবার আটশ’ ছাড়িয়ে গেল। সর্বশেষ রিপোর্টে নতুন ৮শ’ ২১ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণের হার ৩৭ দশমিক ৭৬ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত ৯ রোগীর মৃত্যু হয়।
সোমবার সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিকেল কলেজসহ ১১টি ল্যাবে গতকাল রোববার চট্টগ্রামের ২ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ৮শ’ ২১ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ৫২৭ জন ও চৌদ্দ উপজেলায় ২৯৪ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৬৫ হাজার ৮২৯ জন। এর মধ্যে শহরের ৫০ হাজার ৬৬১ জন ও গ্রামের ১৫ হাজার ১৬৮ জন।
গতকাল করোনায় শহরের ৩ জন ও গ্রামের ৬ জন মারা যান। মৃতের সংখ্যা এখন ৭৮০ জন। এতে শহরের ৫শ’ ও গ্রামের ২৮০ জন।
উল্লেখ্য, গতকাল শনাক্ত রোগীর সংখ্যা চট্টগ্রামে একদিনের মধ্যে সর্বোচ্চ। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম ভাইরাসবাহক শনাক্তের পর এ প্রথম একদিনে সংক্রমিতের সংখ্যা ৮শ’ অতিক্রম করে। এর আগে গত ৮ জুলাই সর্বোচ্চ আক্রান্ত ছিল ৭শ’ ৮৩ জন।