বগুড়া-রংপুর মহাসড়কে বালু বোঝাই ট্রাক চাপায় রিপন মিয়া নামের এক ছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিপন বগুড়া সদরের ভবানীগঞ্জ গ্রামের দুলাল মন্ডলের ছেলে, এবং সরকারি আজিজুল হক কলেজের ছাত্র।
জানা যায়, মঙ্গলবার সকালে কাজে যোগ দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রওনা দিয়ে কর্মস্থলে পৌঁছানোর দুই কিলোমিটার আগে গোকুল ইউনিয়ন পরিষদের সামনে বালু বোঝাই একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-১৩৯৩) মোটরসাইকেল টিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিপন ছিটকে সড়কে পরে গেলে ওই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পরে ট্রাক রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, ট্রাক চাপায় রিপন নামে একজন নিহতের বিষয়ে নিশ্চিত হয়েছি। দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ আছে।