কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে গ্রহীতাদের উপচে পড়া ভিড়। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব।
এছাড়াও টিকাকেন্দ্রে ভিআইপিদের দাপটে ভোগান্তির শিকার সাধারণ জনগণ। তাঁরা লাইনে না দাঁড়িয়েও দরজা বন্ধ করে টিকা নিচ্ছেন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা নিতে পারছে না জনগণ।
বুধবার (১৪ জুলাই) সকাল ১১ টায় টিকাকেন্দ্রে গেলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ জনগণ এমন অভিযোগ করেন।
টিকাকেন্দ্রে আসা টিকা গ্রহিতারা জানায়, সকাল থেকেই লম্বা লাইন। অনেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে। হঠাৎ হাসপাতালের মেডিকেল অফিসার মুন লাইন ভঙ্গ করে ১০ জন ভিআইপি ব্যক্তি নিয়ে আসে টিকার রুমে প্রবেশ করায়। এতে লাইনে থাকা শতশত গ্রহীতা উত্তেজিত হয়ে উঠে। ডাক্তার মুনের সাথে বাগবিতণ্ডায় জড়ায় জনতা। পরে ডাক্তার মুন দরজা বন্ধ করে ভিআইপিদের টিকা দেন। এতে ভোগান্তির শিকার সাধারণ জনগণ।
তাঁরা আরো জানায়, টিকাকেন্দ্রে উত্তেজনার খবর পেয়ে হাসপাতালে আসেন থানার ওসি ও ফোর্স। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মুন বলেন, জনপ্রতিনিধি, সাংবাদিক, উচ্চ পদস্থ চাকুরীজিবিরা অনেক ব্যস্ত। তাদের লাইনে দাঁড়ানোর সুযোগ নেই। তাই একটু আগে আগে দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন বলেন, টিকাকেন্দ্রে উপচে পড়া ভিড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, আনসার নিয়োগ করা হয়েছে। তিনি আরো বলেন, মাঝেমাঝে কিছু ভিআইপিদের সুযোগ দেওয়া হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, হাসপাতালে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়ানোর জন্য বলা হয়েছে। তিনি আরো বলেন, টিকাকেন্দ্রে কোন ভিআইপি চলবে না। সবাইকে লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলাবদ্ধভাবে টিকা নিতে হবে।