চট্টগ্রামে কমেছে করোনা শনাক্তের হার । গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হন ৭৬৮ জন। সংক্রমণ হার ৩১ দশমিক ৭২ শতাংশ। এর আগের দিন শনাক্ত হয়েছিল ১ হাজার ৩ জন। এ সময় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, গতকাল বুধবার এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিকেল কলেজসহ নয়টি ল্যাবে ২ হাজার ৪২১ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয় ৭৬৮ জন । এদের মধ্যে শহরের বাসিন্দা ৪৭৪ জন এবং চৌদ্দ উপজেলার ২৯৪ জন।
গতকাল চট্টগ্রামে করোনায় শহরের ৩ জন ও গ্রামের ৭ জন মারা যান। ফলে মৃতের সংখ্যা এখন ৮১০ জন হয়েছে। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ২১৯ জন। মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৫১ হাজার ৬২০ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি ছিলেন ৭ হাজার ১০৫ জন এবং হোম আইসোলেশেনে থেকে চিকিৎসায় সুস্থ হন ৪৪ হাজার ৫১৫ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হন ১৮৭ জন ও ছাড়পত্র নেন ১৩৫ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৭৫৬ জন।