চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন ৬০০ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। সংক্রমণ হার ৩০ দশমিক ৬৬ শতাংশ। এ সময় করোনায় ৫ রোগীর মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, কক্সবাজার মেডিক্যাল কলেজ ও চট্টগ্রামের নয়টি ল্যাবে গতকাল শুক্রবার চট্টগ্রামের ১ হাজার ৯৫৭ জনের নমুনা পরীক্ষায় নতুন ৬০০ জন পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে শহরের বাসিন্দা ৪৪৭ জন এবং ১২ উপজেলার ১৫৩ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৬৯ হাজার ৯৫৭ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৫৩ হাজার ৩২২ জন ও গ্রামের ১৬ হাজার ৬৩৫ জন।
গতকাল করোনায় শহরের তিন ও গ্রামের দুই রোগীর মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ৮২৪ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ২৪৬ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৫২ হাজার ১১১ জনে উন্নীত হয়েছে। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হন ২৫২ জন এবং ছাড়পত্র নেন ২২৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৪ জন।