চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৭৬৫ জন। এই সময় করোনায় মারা গেছেন ৬ জন। করোনা শনাক্তের হার ৩১.৩৭ শতাংশ।
সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানা যায় এন্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের একটি ল্যাবে দুই হাজার ৮৩৮ জনের নমুনা পরীক্ষায় ৭৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫৬৮ জন এবং বিভিন্ন উপজেলার ১৯৭ জন রয়েছেন।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৭১ হাজার ৬৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮৪১ জন।
সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ২৫৫ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৫২ হাজার ৬১০ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ২৮০ জন এবং ঘরে থেকে চিকিৎসায় সুস্থ হন ৪৫ হাজার ৩৩০ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হন ২২৪ জন ও ছাড়পত্র নেন ১৯৮ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৬৯ জন।