গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুলাই) সকাল ৮ টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান । হাসপাতালের করোনা ইউনিটের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান জানান, এর মধ্যে ৫ জন করোনায় এবং ১০ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ১০ জন, নেত্রকোণার ৩ জন এবং শেরপুর ও টাঙ্গাইলের ১ জন করে ছিলেন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ১২৭২টি নমুনা পরীক্ষায় ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।