বকেয়া বেতন পরিশোধ ও মজুরী কমিশন গঠনসহ ৯ দফা দাবিতে চট্টগ্রামের অক্সিজেন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আমিন জুট মিলের শ্রমিক কর্মচারীরা।
একই সঙ্গে পূর্ব নির্ধারিত ৯৬ ঘণ্টার কর্মবিরতিও শুরু করে তারা। সকাল ৮টা থেকে এই কর্মসুচী শুরু করে রাষ্ট্রয়াত্ত্ব এই পাটকলের শ্রমিকরা।
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সকাল থেকেই কোন শ্রমিকরা কাজে যোগ দেয়নি। সকাল ৮ টার দিকে সবাই জোটবদ্ধভাবে নেমে আসে রাজপথে। রাস্তায় ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কওে তারা। একপর্যায়ে নাজিরহাট-চট্টগ্রাম রেলপথও অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি