কুষ্টিয়ায় বেড়েই চলেছে করোনার ভয়াবহতা। গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই করোনা শনাক্ত ছিলেন। ২ আগষ্ট সোমবার সকাল ৮টা থেকে আজ (৩ আগষ্ট) মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়েছে।
এছাড়াও ২৪ ঘন্টায় আরো ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার গতদিনের চেয়ে বেড়ে ৪৩.৩০ শতাংশ হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ৩১৪ জন করোনা রোগী।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালের ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ২২৬ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৮০ জন। বাকীরা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে এবং ১৪শ’ ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত ৫৮২ জনের মৃত্যু হলো।