সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এটি সিলেটে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে ৩০ জুলাই সিলেট বিভাগে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১ হাজার ৯১০ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৭১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৪৩ শতাংশ। আজ ০৪ আগস্ট বুধবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত ৩০ জনের মধ্যে ১৬ জন সিলেট জেলার, ৩ জন সুনামগঞ্জ ও ১ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৬৮ জন, সুনামগঞ্জের ৫৫ জন, হবিগঞ্জের ৩৫ জন এবং মৌলভীবাজারের ৬১ জন রয়েছেন।