চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৯২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে এ পর্যন্ত চট্টগ্রামের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৩৭৫ জন।
শনিবার (৭ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এর প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পিসিআর ল্যাবগুলোতে ২ হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৫৬৩ জন নগরের ও ৩৬৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এ পর্যন্ত চট্টগ্রামের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৩৭৫ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ৩ জন এবং বিভিন্ন উপজেলায় ৫ জন মারা গেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৪ জন। এর মধ্যে ৬১১ জন নগরের ও ৪৩৩ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে শতকরা ৯৩ শতাংশ বলে ভারতীয় ডেলটা ভেরিয়েন্ট বলে চট্টগ্রামের এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।