বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ২৩ জন মারা গেছেন। তারমধ্যে করোনায় আক্রান্ত মারা গেছেন ৮ জন এবং উপসর্গে ১৫ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৫ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক ৯৭। শনিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টার হিসাবে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৮ জনের মধ্যে বরিশালে ৩ জন, ভোলায় ৩ জন ও ঝালকাঠিতে ২ জন রয়েছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৫ জন ও করোনা আক্রান্ত হয়ে ৩ জন মৃত্যুবরণ করেন।
এছাড়া বরিশাল বিভাগের অন্য জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ৭২৩ জনের নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বরিশাল শেরেবাংলা চিকিৎসামহাবিদ্যালয় হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৯২ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ২৫ ভাগ।
২৪ ঘণ্টায় এ বিভাগের মধ্যে সর্বাধিক ১০৮ জনের করোনা শনাক্ত হয়ছে ভোলা জেলায়। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১৯ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ৭৮ ভাগ।
বরিশাল জেলায় ২১৮ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩২ দশমিক ৫৭ ভাগ। ঝালকাঠীতে মাত্র ৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ২ জন।
পটুয়াখালীতে ৪৩ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৯৩ ভাগ । পিরোজপুরে ৩১ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ১৩ ভাগ।
গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলায় ৬ জনের নমুনা পরীক্ষায় নতুন কোন রোগী শনাক্ত হননি।