চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭৯ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণ হার ২৯ দশমিক ৩৩ শতাংশ। এ সময় করোনায় আক্রান্ত হয়ে ১০ ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিক্যাল কলেজ ও দশটি ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ২ হাজার ৯৯৭ জনের নমুনা পরীক্ষায় নতুন ৮৭৯ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের বাসিন্দা ৬২৬ জন ও ১৪ উপজেলার ২৫৩ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৯১ হাজার ৯০৭ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৬৭ হাজার ৮৯৪ জন ও গ্রামের ২৪ হাজার ১৩ জন।
গতকাল করোনায় শহরের ও গ্রামের ৫ জন করে মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৮২ জন হয়েছে। এতে শহরের বাসিন্দা ৬৩১ জন ও গ্রামের ৪৫১ জন।