চট্টগ্রামে একদিনের ব্যবধানে সংক্রমণের সংখ্যা অর্ধেক কমেছে। এটি স্বস্তিকর হলেও এখনও মৃত্যুর সংখ্যা কমেনি। চট্টগ্রামে নতুন করে ২৩০ জন করোনা রোগী শনাক্ত হয়, যা গত কয়েকদিনের তুলনায় একেবারেই নিম্নমুখী। তবে একই দিনে আক্রান্তদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়।
আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় ও ল্যাব সূত্রে এসব তথ্য জানা গেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আটটি ল্যাবে ১ হাজার ৭৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২৩০ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১২.৮৯ শতাংশ। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ১৬৩ জন। বাকি ৬৭ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯৫ হাজার ৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ২ জন নগরের বাসিন্দা, বাকি ৫ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১৬৫জনসহ চট্টগ্রামে মোট করোনামুক্ত হয়েছেন ৬১ হাজার ৬৬৭জন।