কুষ্টিয়ার গড়াই নদীর ওপর নির্মিত শেখ রাসেল সেতু প্রতিরক্ষা বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। শনিবার সেতুর পূর্ব পাশে প্রায় ৬০ মিটার বাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হলেও বুধধার সন্ধ্যায় একই স্থানে আবারো ভাঙন দেখা দেয়। প্রায় ১শ’ মিটার বাঁধ ধসে পড়ে। এতে নদী পাড়ের প্রায় ৫টি কাঁচাপাকা বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে যায়। হুমকীর মুখে পড়েছে ৩০টিরও বেশি ঘরবাড়ি।
সরেজমিনে দেখা যায়, গড়াই নদের করাল গ্রাসে প্রায় ১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্রোতে বেড়িবাঁধ দ্রুত ভেঙে যাচ্ছে। গত দু’দিন জিও ব্যাগ দিয়ে সাময়িকভাবে ভাঙন রোধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। নদী পাড়ের লোকজন বাড়ির জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। ইতিমধ্যে দুটি বাড়ি ও একটি দোকান নদীগর্ভে চলে গেছে।
আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙনরোধে বেশ কিছু জিও ব্যাগ ফেলা হয়েছে। ২০১৭ সালে প্রায় শতকোটি টাকা ব্যয়ে নির্মিত হয় সেতুটি। সেতুটি বাস্তবায়ন করে এলজিইডি।