গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৩১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৪ দশমিক ৭৪ শতাংশ।
আজ মঙ্গলবার (২৪ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মৃতের সংখ্যা এক হাজার ১৯৩ জনে দাঁড়ালো। তাদের মধ্যে ৬৭৫ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫১৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ৯৭ হাজার ৭৭০ জনের। তাদের মধ্যে ৭১ হাজার ৩২৫ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৬ হাজার ৩৪৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২০২ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১১৬ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের পাঁচজন শহরের, অপর পাঁচজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।