“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উৎযাপনের অংশ হিসেবে কুষ্টিয়ার খোকসাতে বিভিন্ন জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৯৫ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসানের পরিচালনায় অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা এনামুল হক সহ আরো অনেকেই।
এসময় মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান বলেন,জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী বিগত ১০ বছরের হিসেবে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়।
গ্রামীণ জনগোষ্ঠীর ৬০ শতাংশ আমিষের জোগান দিচ্ছে। বর্তমানে বাংলাদেশ মাছে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।