কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে ‘৩৩৩’ কল দিয়ে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৪৩ জন দুস্থ ও অসহায় ব্যক্তি। উপহার হিসেবে তাঁদের ১১ পদের খাদ্য সামগ্রী দেওয়া হয়।
সকালে কয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় চত্ত্বরে তাঁদের খাদ্য সামগ্রী দেওয়া হয়।
খাদ্য সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল বলেন,”ক্ষুধা হবে নিরুদ্দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে বাস্তবে রুপ দিতে স্থানীয় পর্যায়ে আমরা কাজ করছি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে একজন মানুষও না খেয়ে থাকবে না,তাই সাধারণ মানুষদের খাবারের প্রয়োজন হলেই ৩৩৩ তে কল করে জানানোর জন্য অনুরোধ করেন।