কক্সবাজারের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৪ জানুয়ারি) ১২টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবুল মনসুর ছিদ্দিকি এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন আহমেদ।
তিনি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আশিককে এজলাসে তোলা হয়। শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন
এর আগে গত ২৭ ডিসেম্বর মাদারীপুর হতে র্যাবের হাতে গ্রেফতারের পর তাকে ৫৪ ধারায় কারাগারে পাঠানো হয়। ৩০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে নিয়ে আসা হয় কক্সবাজার জেলা কারাগারে।
প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর রাতে স্বামী-সন্তানকে জিম্মি করে কক্সবাজার শহরের জিয়া গেস্ট ইন ও সৈকত পোস্ট অফিসের পেছনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষনের ঘটনা ঘটে। ওই ঘটনায় ওই নারীর স্বামী ৪ জনের নাম ও তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে। এ ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। এ ঘটনায় আশিক ছাড়া গ্রেফতার অপর ৫ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ। আর সর্বশেষ আশিকের ৭ দিনের রিমান্ড চেয়েছে তদন্ত দল।