নিউজ ডেস্ক / বিজয় টিভি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ফনির প্রভাবে প্রাণহানী এড়াতে চাঁপাইনবাবগঞ্জের সব শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার ক্লাস বন্ধ রেখে সেগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।
শুক্রবার দপুর থেকেই ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নেওয়ার আহবান জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্ততি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ঘূর্ণিঝড় ফনির সম্ভাব্য ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের স্বেচ্ছাসেবিরাও দূর্যোগ পরবর্তী সময়ে একযোগে কাজ করবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি