নিউজ ডেস্ক / বিজয় টিভি
নাটোরের সিংড়ায় চলনবিলবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু ক্যাম্প।
শুক্রবার রোটারী ক্লাব অব ঢাকা এবং ধানমন্ডি সেন্ট্রালের আয়োজনে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে চিকিৎসাসেবা নিতে সহশ্রাধীক রোগী সিংড়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় করেন। এসময় ২৫ জন চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা করে বিনামূল্যে ঔষধ এবং চশমা প্রদান করেন। এছাড়া বাছাইকৃত ১০০ জন রোগীকে ঢাকায় নিয়ে বিনা খরচে অপারেশন সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানান তারা। এসময় উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত লেফটেন্যান্ট জেনারল এম হারুন অর রশিদসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি