নিউজ ডেস্ক / বিজয় টিভি
টাঙ্গাইলের সখীপুরে ৪ হাজার ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সকালে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার সিলিমপুর এলাকায় সবুজ আল মামুনের বাড়িতে অভিযান চালিয়ে মামুনের স্ত্রী শারমিন সুলতানা সোমা আক্তার এবং বড় মৌষা এলাকার মো. সোহেল মিয়াকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপর আসামি সবুজ মিয়া পলাতক রয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি