নিউজ ডেস্ক / বিজয় টিভি
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ভিমবাজার এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।
পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা জানায়, ওয়ার্ক ফিল্ড নামে তৈরি পোশাক কারখানাটি শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করে গতরাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সকালে শ্রমিকরা কাজে যোগদান করতে গিয়ে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে শ্রমিকরা মির্জাপুর- মাস্টারবাড়ি আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে পুলিশ এসে লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি