ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
রবিবার সকালে সদর উপজেলার রামরাইলে জেলা প্রশাসন, খাদ্য অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এসময় ১১ জন কৃষকের কাছ থেকে ১ হাজার ৪০ টাকা দরে ১১ মেট্রিক টন ধান কেনা হয়। এ ধান সংগ্রহ চলবে ৩১ আগষ্ট পর্যন্ত। এদিকে শেরপুর জেলাতেও বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এবার শেরপুর জেলায় চলতি বোরো মৌসুমে সরকারীভাবে ২ হাজার ৯৭০ মেট্রিক টন ধান, ২৯ হাজার ৩৭৩ মেট্রিক টন চাল এবং ৮৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা রয়েছে। দুপুরে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এ অভিযানের উদ্বোধন করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি