ফরিদপুরে পৃথক দুইটি অভিযানে ৯৬০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারদের রোববার সকালে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার দিবাগত রাতে জেলা সদরের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন, জেলা সদরের রঘুনন্দনপুর এলাকার সুশেন দাস (২৬), পাশের শমসপুর এলাকার জহির উদ্দিন (৩২) ও শরিফুল শেখ (২২)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ।তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।