হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ৫২ পণ্য বাজার থেকে প্রত্যাহারে ঝালকাঠিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এসময় শহরের বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশী করা হয়। তবে ব্যবসায়ীরা আগে থেকে নিষিদ্ধ ৫২ পণ্য বিক্রি বন্ধ করে দেওয়ায় কারো কাছে এসব পণ্য পাওয়া যায়নি। অভিযানে উপস্থিত ছিলেন এনডিসি আবুজর মো. ইজাজুল হক, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানাসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি