বান্দরবানের রুমার বগালেকে একটি যাত্রীবাহী চাঁদের গাড়ির সঙ্গে অপর দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন।
সোমবার দুপুর দেড়টার দিকে হতাহতের এ ঘটনা ঘটে। আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেন রুমা থানার ওসি আলমগীর হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুপুরে রুমা বাজার থেকে একটি ট্রাক বগালেক যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই চাঁদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়িটি ঝিরিতে পড়ে গেলে ঘটনাস্থলেই চার নারী নিহত হন। এ সময় আহত হন আরও ১২ জন।
ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে এখন পর্যন্ত নিহত কারো নাম-পরিচয় জানা যায়নি।