আজ ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার।
পিবিআই সদর দফতরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বলেন, এ মামলায় অভিযুক্ত ১৬ জনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- চাওয়া হবে। তদন্তের দায়িত্ব পাওয়ার পর পিবিআই প্রতিজ্ঞাবদ্ধ ছিলো যাতে মামলার আসামিরা কেউ ছাড় না পায়। আসামিরা সবাই গ্রেফতার আছে বলেও জানিয়েছেন তিনি। গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাতকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে আটক করে পুলিশ। ৬ এপ্রিল নুসরাতকে কৌশলে ওই মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে হাত-পা বেঁধে তার শরীরে আগুন ধরিয়ে দেয় অধ্যক্ষের সহযোগীরা। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১০ এপ্রিল রাতে মারা যায় নুসরাত।