মেহেরপুরের গাংনীর চৌগাছা থেকে ৬টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, বরিবার দুপুরে চৌগাছা মেইন রোডের পাশে একটি আমবাগানের ভাঙ্গা প্রাচীর মেরামতকালে শ্রমিকরা বোমাগুলো দেখতে পায়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বোমাগুলো উদ্ধার করে। কোনো নাশকতার জন্য বোমাগুলো রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।