ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে সাত দালালকে আটক করেছে র্যাবের সদস্যরা। আটক দালাল চক্রের সদস্যরা হলেন- শামছুল আলম (৪১), বিজয় দাস হরিজন (৪৫), তুষার আহমেদ (২৬), রতন মিয়া (৪৭), আলাল উদ্দিন (৩২), জুয়েল মিয়া (২৬) ও পাভেল (২৩)।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৪ এর উপ-পরিচালক আনোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল হক প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
তিনি আরও জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অসহায় রোগীদের সরকারি ওষুধ দেওয়ার কথা বলে ও উন্নত পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিতো এবং বিভিন্ন সময়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাজে বাধা দিয়ে আসছিল। দালাল চক্র নির্মূলে র্যাবের এমন অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আসামিদেরকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।