চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় কবির হোসেন ওরফে বম কবির (৪০) ও যুবায়ের আলম (৩০) নামে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত কবির হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়ার তফজুল হোসেনের ছেলে ও যুবায়ের আলম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাহারপুর অভায়া গ্রামের রুহুল আমিনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা রেলবাজার মোড় এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও যুবায়ের আলমকে ৭৫০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। ওই দিন র্যাবের নায়েব সুবেদার আবু তালেব বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন।
তিনি আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু হাসান তদন্ত শেষে ২০২০ সালের ৩১ মার্চ কবির হোসেনকে পলাতক ও যুবায়ের আলমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এই দণ্ডাদেশ দেন।