চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে প্রজনন মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞায় অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নৌ থানার ওসিসহ ১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মেঘনা নদীতে লক্ষ্মীরচর এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ-পুলিশের ওসি কামরুজ্জামান।
তিনি জানান, সোমবার সকালে মা-ইলিশ রক্ষায় টাস্কফোর্সের যৌথ অভিযান চলাকালে মেঘনা নদীতে লক্ষ্মীরচর এলাকায় জেলেদের সঙ্গে সংঘর্ষ হয়। আমরা নদীতে অভিযান পরিচালনা করতে গেলে জেলেরা আমাদের টিমের ওপর লক্ষ করে ইট, পাটকেল ছুড়ে। এতে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম এবং নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমি ও মো.কামরুজ্জামানসহ নৌ-পুলিশের ১৩ জন আহত হয়েছেন। আমরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছি। এ ঘটনায় ৫-৬ জন জেলেকে আটক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। আইন অমান্য করে কোনো জেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।