নিউজ ডেস্ক / বিজয় টিভি
ঝালকাঠির নলছিটিতে কবুতর চুরির অভিযোগে দুই শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
রোববার বিকেলে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন যুবক এ ঘটনা ঘটায়। পুলিশ জানায়, চৌদ্দবুড়িয়া গ্রামের বাসিন্দা পুলিশ কনস্টেবল মো. শাহ আলমের বাড়িতে শনিবার রাতে কবুতর চুরি হয়। সকালে পার্শ্ববর্তী তবিরকাঠি গ্রামের মো. সজিব হোসেন খান ও রিফাত হোসেন জয় নামে দুই শিশুকে আটক করে শাহ আলম ও তাঁর ছেলেরা। পরে সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম বিচার বসিয়ে নির্যাতনের নির্দেশ দেয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ গত রাতেই ইউপি সদস্যকে গ্রেপ্তার করে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি