নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা গোয়েন্দা পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে লিপু ওরফে বোমা লিপু নিহত হয়েছে।
গত রাত ৩টায় ফতুল্লার দাপা বালুর মাঠ এলাকায় এঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক কামরুল হাসান জানান, বুধবার সন্ধ্যায় লিপুকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার কাছে মাদক ও অস্ত্র রয়েছে। তার দেওয়া তথ্যমতে রাতে দাপা বালুর মাঠ এলাকায় অভিযানে গেলে লিপুর সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি