পটুয়াখালীর বাউফলে দু’পক্ষের বিরোধ থামাতে গিয়ে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
উপজেলার বড় ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বড় ডালিমা গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এসআই মাইনুদ্দিনের ব্যবহৃত পিস্তলটি ১০ রাউন্ড গুলিসহ ছিনতাই হয়। প্রায় তিন ঘণ্টা পর পাশের একটি নারিকেল গাছ থেকে তা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে বাউফল থানা পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি