জামালপুরে সেটেলমেন্ট অফিসের এক সার্ভেয়ারকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মনববন্ধন হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা গত ১১ মে শহরের খুপিবাড়ি এলাকায় কর্মরত অবস্থায় সার্ভেয়ার মোহাম্মদ ইশা খান এবং তার সহযোগীদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবী জানান। একই সাথে এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি